নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী সালাম মিয়া (৩৫) কে ৪ লিটার চুলাই মদসহ গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
রবিবার (১৫ মে) সন্ধার পর নবীগঞ্জ থানার এস আই চাঁন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ শহরের শেরপুর রোডস্থ রাজা কমপ্লেক্সের সামন থেকে তাকে গ্রেফতার করে।
এ ঘটনায় নবীগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।