নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার নবীগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,রবিবার (১৫ মে) বিকেলে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লামনিরপাড়া গ্রামের নিকটে নিহত আরিফ জাল নিয়ে পিংলি নদীতে মাছ ধরতে যায়।
এ সময় পল্লী বিদ্যুতের মেইন লাইন নদীতে বিদ্যুত চলা অবস্থায় ছিরে পড়ে থাকা অবস্থায় সে তারের উপর দিয়ে চলে ভুল বশত ধরে ফেলে এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
পরে গ্রামের লোকজন তার লাশ পড়ে তাকতে দেখে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে নিয়ে আসেন।