উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার কুর্শি গ্রামে গত বৃহস্পতিবার বিকেলে শষ্য কর্তন অনুষ্টান আনুষ্টানিক ভাবে অনুষ্টিত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ দুলাল উদ্দিন আনুষ্টানিক ভাবে এর উদ্ধোধন করেন। কর্তন শেষে কুর্শি বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় কৃষকদের নিয়ে এক আলোচনা অনুষ্টিত হয়।
নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ দুলাল উদ্দিন। এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,উপ-সহকারী কৃষি কর্মকর্তা যশরত সরকার, সহকারী অজিত দাশ, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল কাহার চৌধুরী, উপজেলা জাতীয় যুবসংহতির যুগ্ম সম্পাদক নাসির চৌধুরী, কৃষক আমীর উল্লাহ, আব্দুল আলী,ইসকন্দর আলী, সুজন উল্লাহ, আছদ্দর উল্লাহ, মনর আলী প্রমুখ। উক্ত শষ্য কর্তন অনুষ্টানে কুর্শি গ্রামের কৃষক মোঃ মিজানুর রহমান শিকদারের প্রদর্শনী জমিতে বোরো ধান কর্তন করা হয়। এই প্রদর্শনী জমিতে সরকারী তদারকীতে ফলানো জমিতে একর প্রতি প্রায় ৭৫ মন ধান উৎপাদিত হয়।