এম এ আই সজিব ॥ বানিয়াচঙ্গের জাতুকুর্ণপাড়া মহল্লায় প্রেমের ফাঁদে ফেলে যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এদিকে ধর্ষণের দায়ে আটক লম্পট রুকু মিয়াকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এদিকে ধর্ষণের বিষয়টি ধামাচাপা দিতে একটি প্রভাবশালী মহল উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ মে জাতুকর্ণ মহল্লার নবীন মিয়ার পুত্র রুকু মিয়া একই মহল্লার যুবতীকে অপহরণের পর নির্জন স্থানে আটকে রেখে ধর্ষণ করে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ব্যাপারে বানিয়াচং থানায় ধর্ষণ মামলা দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক রুকু মিয়াকে আটক করে।
আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এদিকে শনিবার দুপুরে ওই যুবতীকে ডাক্তারী পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়।
বিকেলে তার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়। হাসপাতালে ধর্ষণের শিকার যুবতীর এক আত্মীয় সাংবাদিকদের জানায়, ধর্ষণের ঘটনার পর থেকে রুকু মিয়া ও তার লোকজন যুবতী ও তার পরিবারকে টাকার বিনিময়ে বিষয়টি রফাদফার চেষ্টা করেছে। রফাদফা না করায় রুকু মিয়ার লোকজন তার পরিবারের লোকদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে।