এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের আদালত পাড়ায় বাদিকে মারপিট করার অভিযোগে জয়নাল আবেদীন (৫০)নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে চৌধুরীবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু বকরের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে কালিগাছ তলা এলাকা থেকে তাকে আটক করে। সে বানিয়াচং উপজেলার বিথঙ্গল গ্রামের মৃত মহব্বত আলীর পুত্র। পুলিশ জানায়, গত মঙ্গলবার দুপুরে একই গ্রামের অসিত রায়ের মামলায় জয়নাল আবেদীনসহ অন্যান্য আসামী আদালতে হাজিরা দিয়ে বের হওয়ার পথে বাদি অসিত রায়ের উপর হামলা চালিয়ে তাকে পিটিয়ে আহত করে সর্বস্ব লুট করে নেয়। এ ব্যাপারে অসিত রায় বাদি হয়ে উল্লেখিত আসামীসহ ৫/৬ জনকে আসামী করে মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় অন্যান্যরা পালিয়ে যায়।