এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকা থেকে চুরি মামলায় সাজাপ্রাপ্ত আসামী নুর আলম ওরফে টুনা (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সদর থানার এএসআই নুরে আলমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। সে বড় বহুলা গ্রামের মৃত কালাই মিয়ার পুত্র।
এব্যাপারে সদও থানার অফিসার ইনচার্জ মোঃ নাজিম উদ্দিন জানান, নুর আলম ওরফে টুনার বিরুদ্ধে চুরির মামলায় আদালত থেকে ১ বছরের সাজা রয়েছে। তাছাড়াও তার বিরুদ্ধে একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। এতদিন সে আত্মগোপনে ছিল।