এম এ আই সজিব ॥ বানিয়াচং উপজেলা সদরের বাওয়ালিটুলা মহল্লায় দুই দলের দফায় দফায় সংঘর্ষে মহিলাসহ ৫০ জন আহত হয়েছে। বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষে গুলিবিনিময়ের ঘটনাও ঘটে।
আহত সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের লুৎফুর রহমানের সাথে আব্দুল হকের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে এলাকায় বেশ কয়েকবার সালিশ বৈঠক হলেও কোন মিমাংসা হয়নি। ওই সময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে বানিয়াচং থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গুরুতর আহত অবস্থায় জয়নাল (৩০), তানিম (২০), সোহাগ (২০),তইফুল (২৫), একরামুল (৩০), এমাদুল (২৫), আব্দুল হাই (৩০), আব্দুল হক (৪০), এরশাদ উল্লা (৫০),উজ্জল (২০), সামছুন্নাহার (৩৫), নুর জাহান (৪২) ও শাহিনা (৩০) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া গুলিবিদ্ধ অবস্থায় দুলালকে আশংঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে ওসি অমুল্য কুমার চৌধুরী জানান, ঐ এলাকায় আর কোনো অপ্রিতিকর ঘটনা যাতে ঘটে এ জন্য অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে। বর্তমানে পরিস্থিতি বর্তমানে শান্ত আছে।