এম এ আই সজিব ॥ হবিগঞ্জ-শায়েস্থাগঞ্জ সড়কে নছরতপুর নামক স্থানে সি.এন.জি এবং টমটমের সংঘর্ষে মরিম আক্তার (৩৫) নামে ১ সরকারী স্কুল শিক্ষিকা গুরুতর আহত। গতকাল ১২টার দিকে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় ও আহত সূত্রে জানা যায়, গতকাল ঐ সময় স্কুল থেকে বাড়ি ফেরার জন্য তিনি টমটমে ওঠেন। ঐ সময় প্রধান সড়কে টমটমটি ওঠলে বিপরীত দিক থেকে আসা ১টি দ্রুতগতির সি.এন.জি ধাক্ষা দিলে টমটমটি উলঠে যায় এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
এ সময় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে হবিগঞ্জ-শায়েস্থাগঞ্জ সড়ক প্রায় দেড় ঘন্টা অবরোধ করে রাখে। এবং সি.এন.জি গাড়িকে ধাওয়া করে ও আটক করে যাত্রীদের নামীয়ে দেয়। এসময় সাধারণ যাত্রীরা পড়েন চড়ম ভোগান্তীতে।
খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে জনগনকে শান্ত করেন। অবরোধের সময় প্রায় ১কিলোমিটার রাস্থা বাস,ট্রাক,ট্রক্টর,টমটম,এবং সি.এন.জি আটকে পড়ে।