চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৩১শিক্ষার্থী। এর মধ্যে সর্বোচ্চ ১০টি জিপিএ-৫ পেয়েছে উপজেলার পৌর শহরের পশ্চিম পাকুড়িয়া গ্রামের ডিসিপি হাই স্কুল।
এ পরীক্ষায় সারা উপজেলায় ৬টি কেন্দ্রে মোট ২হাজার ৩শত ২১জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে উর্ত্তীণ হয়েছে ২হাজার ৪৯জন শিক্ষার্থী। পাশের হার শতকরা ৮৮.২৮ ভাগ। এদিকে দাখিল পরীক্ষায় কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি। পরীক্ষায় ৮০৭জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে উর্ত্তীণ হয়েছে ৭২৪জন। পাশের হার শতকরা ৮৯.৭১ ভাগ।