নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ পৌর সভার সার্বিক উন্নয়নে পৌর পরিষদ ও সম্মানিত নাগরিকবৃন্দের সমন্বয়ে এক মতবিনিময় সভা বুধবার সকালে অনুষ্টিত হয়েছে।
পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত মতবিনিময় সভায় পৌরসভার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, বিশিষ্ট মুরুব্বী আফরোজ চৌধুরী, মাহমুদ চৌধুরী, চৌধুরী ফয়সল শোয়েব, আব্দুর রহিম, জয়নাল আবেদীন, মাওঃশোয়াইব আহমদ চৌধুরী, শেখ শাহানুর আলম সানু, গৌতম রায়, প্রনব দেব, কাউন্সিলর আব্দুস ছালাম, আলা উদ্দিন, মোঃ কবির মিয়া, সুন্দর আলী,প্রানেশ চন্দ্র দেব, জাকির আহমদ, জায়েদ চৌধুরী, সংরক্ষিত কাউন্সিলর ফারজানা আক্তার পারুল, সৈয়দা নাসিমা খানম, রোকেয়া বেগম, পৌরসভার সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, হিসাব রক্ষক কর্মকর্তা শেখ মোঃ জালাল উদ্দিন আহমদ প্রমূখ।
সভায় নাগরিকবৃন্দ পৌর শহরের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন। জবাবে পৌর মেয়র পর্যায়ক্রমে পৌর সভার সকল সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। পাশাপাশি পৌরসভার উন্নয়নের স্বার্থে পৌর কর পরিশোধের বিষয়ে গুরুত্বারোপ করেন।