নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সাধারন সভা অনুষ্টিত হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় হল রুমে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আহবায়ক আলমগীর চৌধুরী।
পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক এম এ আহাদ। বক্তব্য রাখেন,আজিজুর রহমান কন্টাক্টার,নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক রাকিল হোসেন,আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুজিবুর রহমান,আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শেখ জামাল হোসেন,বিএনপি মনোনীত প্রার্থী আকিকুর রহমান,জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী সিরাজ উদ্দিন,চেয়ারম্যান প্রার্থী মাসুদ আহমদ জিহাদী,গোলাম রব্বানী,শাহ আলমগীর,ফুলজার আহমদ,প্রমূখ। এছাড়াও এলাকার সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছলেন।
সভায় ম্যানেজিং কমিটির নির্বাচন করার লক্ষ্যে প্রস্তুতিসহ ভোটার তালিকা বোর্ডে টানানোর সিদ্ধান্ত হয়।