এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গে হত্যাকান্ডের ২২ বছর পর ৫ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরুজা পারভীন এ দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা আসামীরা হল :- আলী হায়দার, রেনু মিয়া, আব্দুল আহাদ, হাবিব মিয়া ও রঞ্জু মিয়া। এর মাঝে রঞ্জু মিয়া পলাতক রয়েছে। এ মামলার অপর ৪ আসামীর স্বাভাবিক মৃত্যু হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, জেলার বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম। তার দুই স্ত্রী প্রথম পক্ষের পুত্র আসামি আলী হায়দার ও দ্বিতীয়পক্ষে জিয়াউল হক। সিরাজুল ইসলাম বর্তমানে মৃত। তিনি বেঁচে থাকতেই জমি-জমা নিয়ে বড় পুত্র আলী হায়দারের সঙ্গে বিরোধ চলছিল। এরই জের ধরে ১৯৯৪ সালে সৎ ভাই জিয়াউল হককে আলী হায়দার অন্য আসামিদের সহযোগিতায় হত্যা করে।
হবিগঞ্জের অতিরিক্ত পিপি আব্দুল আহাদ ফারুক জানান, ১৯৯৪ সালের ১৩ মে বানিয়াচংয়ের আগুয়া গ্রামের জিয়াউল হককে ডেকে নিয়ে হত্যা করে তার প্রতিপক্ষ। পরদিন তার লাশ উপজেলার পঁচাসিংদা গ্রাম থেকে উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে জিয়ার মা রূপচান বিবি বাদি হয়ে হবিগঞ্জে নি¤œ আদালতে ৯ জনের নাম উল্লেখ্য করে একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলায় পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আদালতে ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। গতকাল আদালত দীর্ঘ শুনানি শেষে সোমবার ৫ জনকে মৃত্যুদন্ডের আদেশ দেন।
অতিরিক্ত পিপি আব্দুল আহাদ ফারুক আরো জানান, দন্ডপ্রাপ্ত ৯ আসামীর মাঝে ৪ আসামীর স্বাভাবিক মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, আলোচিত এ হত্যাকান্ডের ২২ বছর পর আদালত এ রায় প্রদান করেন। রূপচান বিবি জানান, দীর্ঘদিন পরে হলেও আদালতের রায়ে তিনি সন্তুষ্ট।