চুনারুঘাট প্রতিনিধি : স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেছেন চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক ছালেহ উদ্দীন বাবরু।
০৯মে বেলা ৩ টায় বি এন পি নেতা হান্নান লস্কর,নজরুল ইসলাম তালুকদার, মোশারফ হোসেন মোসা,
এলাকার মুরুব্বি আলহাজ্ব আব্দুস সহিদ,আলহাজ্ব রিয়াজ উদ্দিন মাস্টার,জমরুত মিয়া,আব্দুস সুবহান ওরাই,আলফি মিয়া, আব্দুজ জাহির,আব্দুল হক,ফরিদ আহমেদ, যুবদলের সবুজ মিয়া,রিপন আহমেদ প্রমূখদের সঙ্গে নিয়ে আনারস প্রতীক চেয়ে উপজেলা নির্বাচন কমিশনে মনোনয়ন দাখিল করেন।
উল্লেখ্য,গত মাসে ছালেহ উদ্দিন বাবরুকে স্থানীয় ভাবে বি এন পির মনোনীত প্রার্থী করার পর কেন্দ্র থেকে জি এম কুটিকে ধানের শীষের প্রতীক দেয়ার স্থানীয় বি এন পির একাংশ ও এলাকার জন গণের পরামর্শে তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন।