খন্দকার অলাউদ্দিন ॥ চুনারুঘাট উপজেলার ২নং আহাম্মদাবাদ ইউনিয়নের আওয়ালী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান সফল চেয়ারম্যান আলহাজ¦ আবেদ হাসনাত চৌধুরী সনজু বিপুল সংখ্যক সমর্থক নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার বিকাল ৪টায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাবীন্দ্র চন্দ্র রায়ের নিকট এ মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেল উপজেলা আওয়ামলীগের সভাপতি এম আকবর হোসেন জিতু, সাধারণ সম্পাদক মোঃ আবু হাতের, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারী ওয়াহিদুল ইসলামসহ আওয়ামীলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সনজু চৌধুরী সকলের দোয়া, আশির্বাদ ও সহযোগীতা কামনা প্রার্থী।