এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া গ্রামে এক বিয়ে পাগলী স্ত্রীকে নিয়ে দুই স্বামীর রশি টানাটানি। কোন সুরাহা না হওয়ায় ৩ জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
এদিকে থানা থেকে তাদেরকে ছাড়িয়ে নিতে পরিচয়দানকারী কতিপয় প্রভাবশালী নেতার দৌড়ঝাপ। রবিবার দুপুর ১২টা থেকে রাত ৮ টা পর্যন্ত এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, লুকড়া পশ্চিমপাড় গ্রামের লুদু মিয়ার কন্যা রাহেলা (২৫) এর সাথে প্রথম বিয়ে হয় এক যুবকের। তাকে তালাক দিয়ে রাহেলা বাহুবল উপজেলার হাজিগ্রাম গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র বাউল শিল্পী রাসেল (৩০) কে বিয়ে করে। দুই মাস আগে রাসেলকে তালাক দিয়ে রাহেলা লুকড়া গ্রামের মৃত নুর আলীর পুত্র জাহেদ (২৫)কে পালিয়ে বিয়ে করে লুকড়া গ্রামে বসবাস করে। তারপর কিছু দিন পর থেকে রাসেলের সাথে ফোনে যোগাযোগ করে। এক পর্যায়ে রাহেলা কে নিয়ে জাহেদার পরিবারে কলহের সৃষ্টি হয়।
রবিবার ফোনে রাহেলা রাসেলকে জানায় তাকে নিয়ে যেতে।
রাসেল বোরকা পড়ে প্রাইভেটকারযোগে লুকড়া যায়। এক পর্যায়ে রাহেলাকে নিয়ে আসার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাদেরকে আটক করে। এ সময় রাসেলের বোরকা খুলে দেখে দেখতে পায় রাসেল। লোকজন তাকে আটক করে সমাধানের চেষ্টা করে। ব্যর্থ হলে সদর থানায় খবর দেয়। খবর পেয়ে সদর থানার এসআই সানা উল্লাহ সহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে থানায় নিয়ে আসে।
থানা থেকে তাদেরকে ছাড়িয়ে নিতে কতিপয় প্রভাবশালী নেতা দৌড়ঝাপ করে। এমনকি সাংবাদিকদের তথ্য নিতে গেলে বাধা প্রাদান করে। এ ঘটনা নিয়ে আলোচনার ঝড় বইছে।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ ওসি নাজিম জানান, ৩ জন কে আটক করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ কেউ দেয় নিন। সমাধান হলে ছেড়ে দেয়া হবে।