এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃস্বত্তা মহিলাসহ ১০ জন আহত হয়েছে। রবিবার সকালে এ সংঘর্ষ হয়।
আহত সুত্রে জানা যায়, নুরুল ইসলামের গাছের ডাল কাটার সময় আব্দুন নুর বাঁধা দেয়। এ সময় দুই জনের মাঝে বাকবিত-া হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বাড়ি ঘর ভাংচুর হয়।
এদিকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা আব্দুন নুরের লোকজন নুরুল ইসলামের লোকজনের উপর হামলা চালায়। সেখানেও সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় নুর ইসলাম (৪৫), লিমা আক্তার (১৫),ফজলুল হক (২৫), আব্দুন নুর (৫০), মোজাম্মিল (৩০), লিজা আক্তার (২০) ও অন্তঃসত্তা গৃহবধু রোজিনা (৩০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।