চুনারুঘাট প্রতিনিধি ॥ জি এম কুটিকে বি এন পির প্রার্থী হিসেবে মনোনীত করায় নমিনেশন কারচুপির অভিযোগ এনে প্রতিবাদ সভা করেছে। চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়ন বি এন পির নেতৃবৃন্দ ও সমর্থকরা। ০৭/০৫/১৬ইং সন্ধা ৭ ঘটিকায় উপজেলার আমুরোড বাজারে এ প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন আহম্মদাবাদ ইউনিয়ন বি এন পির সভাপতি আলহাজ্ব আজগর আলী মাস্টার, ছালেহ উদ্দিন বাবরু, প্রবীন বি এন পি কর্মী মো: আকল মিয়া,সেচ্ছাসেবক দলের সভাপতি শামীম আহমদ, সাবেক যুবদল সহ-সভাপতি মোশারফ হোসেন মুসা, ফরিদ মিয়া প্রমূখ।
সভায় বক্তারা তৃণমূল পর্যায় থেকে নির্বাচিত করা ছালেহ উদ্দিন বাবরুকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বি এন পির মনোনীত চেয়ারম্যান প্রার্থী না করে প্রবাসী গোলাম মোস্তফা কুটিকে মনোনীত করায় কেন্দ্রীয় নেতাদের প্রতি বিরক্তি প্রকাশ করেন। এবং ছালেহ উদ্দিন বাবরুকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার পরামর্শ দেন।
বক্তারা বলেন, জি এম কুটি টাকা এবং দলের ঊর্ধতম নেতাদের প্রভাব খাটিয়ে তৃণমূলের সিদ্ধান্তের মূল্যায়নকে হ্যায় করে মনোনয়ন নিয়ে এসেছেন গত একমাস ধরে বি এন পি নেতারা ইউনিয়ন ব্যাপি ছালেহ উদ্দিন বাবরুকে নিয়ে উঠান বৈঠক, গন সমাবেশ, ঘরে ঘরে গিয়ে প্রচার প্রচারণা চালানোর পর তারা আচমকা জি এম কুটিকে বি এন পির মনোনীত প্রার্থী শুনে হতাশ হয়েছেন।
যার ফলে বি এন পি আর উক্ত ইউনিয়নে সুসংগঠিত হওয়ার সুযোগ হাত ছাড়া হয়েছে। জি এম কুটিকে মনোনয়ন দাতারা ইউনিয়নে রীতিমত হাস্যকর প্রতিক্রিয়া সৃস্টি করেছেন।
এতে সমালোচিত হতে পারে গোটা বি এন পি পরিবার।
তাই তারা তাদের পছন্দের প্রার্থী ছালেহ উদ্দিন বাবরুকেই ভোট এবং সহযোগীতা দিবেন।
উল্লেখ্য গত এপ্রিল মাসে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ৩/২ ভোটে বিজয়ী হয়ে ছালেহ উদ্দিন বাবরু প্রাথমিক ভাবে বি এন পির মনোনীত প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছিলেন।