সৈয়দ শাহান শাহ পীর- মশার কয়েলের ধোঁয়ার বিষে বিষাক্রান্ত হয়ে পড়ছে মানবদেহ। জানাযায়, সাম্প্রতিকালে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহর এবং জেলা শহর থেকে উৎপাদনকৃত বহু জাতীয় কয়েল বাজারযাত করা হচ্ছে। আর এ সমস্ত কয়েলের গুণগত মান বড় কোম্পানীর চেয়ে ছোট কোম্পানীর মান বেশি থাকে। কারণ হচ্ছে বিষ বেশি থাকা মানেই গুণগত মান বেশি মনে করেন ক্রয়কারীরা। দেশে এসি আই, স্কয়ারসহ বিভিন্ন বড় যাতের কোম্পনীগুলো কয়েল উৎপাদন করে বাজারজাত করছে। অন্যদিকে দেশের জেলা/ উপজেলা ভিক্তিক কিছু ছোটজাতের কোম্পানীগুলোও কয়েল উৎপাদন করে স্ব- স্ব জেলায় বাজারজাত করছেন। ফলে দেখা যাচ্ছে যে, বড় কোম্পানীগুলো মশার কয়েলের সাথে যে পরিমাণ বিষ মিশিয়ে উৎপাদন করছেন তা মানুষের শারীরিক শ্বাস- প্রশ্বাসের ক্ষতি অনেকাংশে কম। অর্থ্যাৎ মানবদেহের ক্ষতি কম। আর যে সমস্ত কয়েল স্থানীয়ভাবে জেলা ভিক্তিক উৎপাদন হচ্ছে এ সমস্ত কয়েলের ধোঁয়ায় শারীরিক নিঃশ্বাসের ক্ষতি করছে বেশি।
অর্থ্যাৎ মানবদেহের ক্ষতিকারক। বিভাগীয় বড় কোম্পনীর গুলোর ধোঁয়ায় একটা সুগন্ধ মিশ্রণের ফলে ঘর যেমন সুগন্ধি হয় তেমনি বিষক্রীয়ার ক্ষতি কম। কিন্তু জেলা ভিক্তিক ছোট কোম্পানীগুলো যে সমস্ত কয়েল উৎপাদন করছে তাতে সুগন্ধের পরির্বতে দূর্গন্ধে ঘরের পরিবেশ নষ্টসহ মাথা ব্যাথা, চোখ জ্বালা ফুড়া, নাক বন্ধসহ শ্বাসকষ্টের মারাত্মক ক্ষতি হয়। তবে বড় কোম্পনীর চেয়ে ছোট কোম্পানীর কয়েলগুলোয় মশা মরে ধ্বংস হয় ঠিকিই। আর তার কারণ কয়েলের মধ্যে বিষটোপ বেশি থাকে তাই। এ ব্যাপারে সংশ্লিষ্ট কৃর্তপক্ষ নজর দেয়াজরুরী।