মোঃ রহমত আলী ॥ টানা ৭দিনেও হবিগঞ্জ শহরতলীর তেঘরিয়া এলাকায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়নি। গত রোববার (১ মে) রাতে ঘটে যাওয়া ঘুর্ণিঝড়ে পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অচল হয়ে পড়ে এলাকার টিভি, ফ্রিজসহ কয়েকশ ইলেকট্রনিক্স সামগ্রী। জানাযায়, হবিগঞ্জ পিডিবি’র আওতায় তেঘরিয়া এলাকার শতাধিক গ্রাহক দির্ঘ দিন ধরে বিদ্যুৎ ব্যবহার করছেন। নিয়মিত বিদ্যুৎবিল পরিশোধ করছেন গ্রাহক। কিন্তু গত রোববার (১ মে) রাতে ঘটে যাওয়া ঘুর্ণিঝড়ের আঘাতে এলাকার বৈদ্যুতিক খুটি ভেঙ্গে মাটিতে পুরো লাইন ঝুলে পড়ে। ফলে বিদ্যুৎ বিহিন এলাকাটি ভুতুরে নগরিতে পরিনত হয়। অচল হয়ে পড়ে এলাকার সকল কার্যক্রম। বিদ্যুৎ বিহিন এলাকার স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের পড়া লেখা মারাত্বক ভাবে হুমখির মুকে পড়েছে। তাছড়ার এলাকর একটি প্রাইভেট ক্লিনিকে জনসাধারণের প্রতিদিনের চিকিৎসা সেবা দিতে পারছেনা।
তাছাড়া এলাকার কয়েকটি মসজিদের মোয়াজ্জিনরা মাইকে আযান দিতে পারছেন না। এ ব্যপারে হবিগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের দায়ীত্বরত কর্মকর্তা নির্বাহী প্রকৌশলী রুস্তম আলী হাওলাদার এর সাথে মোবাইলে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি। এ ব্যপারে শহরতলীর তেঘরিয়া এলাকার আব্দাল মিয়া জানান,টানা এক সপ্তাহ বিদ্যুৎ না থাকায় জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে।