এম.এ.আই সজীব ॥ হবিগঞ্জের পইল গ্রামে গাছ থেকে পড়ে জুবায়ের নামে ৮বছরের এক শিশুর মরণাপন্ন অবস্থা হয়েছে।
সে ওই গ্রামের ফারুক মিয়ার ছেলে। তার মা শামেলা বেগম একজন প্রতিবন্ধি মহিলা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সকালের দিকে নানী আয়েশা খাতুনকে আম পেড়ে দেয়ার জন্য সে গাছে উঠে। এক পর্যায়ে অসবাধানতা বশত সে নিচে পড়ে যায়।
এতে সে গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট মেডিকেলে প্রেরণ করা হয়।