এম এ আই সজিব ॥ বানিয়াচং উপজেলার আওয়ালমল গ্রামে পুর্ব বিরোধের জের ধরে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ ৫ জন আহত হয়েছে। শুক্রবার সকালে এ সংঘর্ষ হয়। আহত সুত্রে জানা যায়,নবনির্বাচিত মেম্বার আবুল কালামের সাথে একই গ্রামের আবু হানিফের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গতকাল ওই সময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বাড়িঘর ভাংচুর ও লুটপাট হয়। গুরুতর আহত অবস্থায় হানিফ উল্লা (৩৫), রায়হান মিয়া (২৫) ও হাফিজা খাতুন (২০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।