চুনারুঘাট প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি চুনারুঘাট উপজেলার শাখার সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সর্ম্পকে মিথ্যা বানোয়াট অভিযোগ দায়ের, উপজেলা বিএনপি সভাপতি সহ-সিনিয়ির নেতৃবৃন্দর সর্ম্পকে অপপ্রচার সহ দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত হওয়া, উপজেলা বিএনিপ’র কর্তৃক প্রেরিত পত্র গ্রহণ না করা ও আনীত অভিযোগের কোন সুনির্দিষ্ট ব্যাখ্যা না দেওয়া এবং অভিযোগের ব্যাখ্যা প্রদান না করা কারনে ১নং গাজীপুর ইউপি’র ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মোঃ আকরাম হোসেন, যুগ্ন-সম্পাদক মোঃ দরবেশ মিয়া ও সদস্য আব্দুল হামিদকে বহিষ্কার করা হয়েছে।
গত বুধবার রাতে উপজেলা বিএনপি’র উদ্যোগে এক জরুরী সভায় উপজেলা নেতৃবৃন্দে তাদেরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কারের এ সিদ্ধান্ত গ্রহণ করেন।
উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদারের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন যুগ্ন-সাধারণ সম্পাদক খাইরুল আলম, আজিজুর রহমান কাজল, সাংগঠনিক সম্পাদক শামছুল হক তালুকদারসহ উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ।