এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল বাইপাস এলাকায় টমটম উল্টে সাবিনা আক্তার (১৬) নামের এক স্কুল ছাত্রী গুরুতর আহত হয়েছে। সে সদর উপজেলার রায়দর গ্রামের আব্দুল আওয়ালের কন্যা। গত বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা যায়,সাবিনা ভাদৈ আইডিয়াল স্কুলের ৯ম শ্রেণীর ছাত্রী। স্কুল ছুটির পর বাড়ির ফেরার পথে উল্লেখিতস্থানে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে চালক টমটম উল্টে ফেললে সে আহত হয়। জনতা টমটমকে আটক করেছে।