মোযযাম্মিল হক মাছুমী, ফান্দাউক দরবার শরীফ থেকে।।
শামছুল আরেফিন রাহমাতাল্লিল আলামীন সাইয়্যিদুল আম্বিয়া’ই ওয়াল মুরছালীন খাতামুন্নাবিয়্যীন ওয়াল মুরছালীন আফতাবে নাবুয়্যাত শাহানশাহে রিসালাত ফাখরে বাণী আদম নুরে মুজাচ্ছাম নুর নবী হযরত মোহাম্মাদ সাঃ কতৃক মহান আল্লাহ প্রদত্ত সর্বশ্রেষ্ঠ বিশ্বয়কর যে মু’জিযা ঘটিয়ে ছিলেন তা হল মি’রাজুন্নাবী সাঃ। মোহাম্মদ সাঃ ও উম্মতে মোহাম্মাদী সাঃ এর শ্রেষ্ঠত্বের এর চেয়ে বড় প্রমাণ আর কিছুই হতে পারে না। যেখানে মহান আল্লাহ তায়া’লা নিজেই তার প্রমাণ দিয়েছেন কালামে পাকের “সুরাতু বাণী ঈসরাইলে”। মহান আল্লাহ তায়ালা সৃষ্টিকর্তা হিসেবে যা সৃষ্টি করেছেন, কুল মাখলুকাতকে যেদিন আল্লাহ তার পিয়ারা হাবিব বন্ধু মোহাম্মাদ সাঃ এর নুরের ক্বদম মেবারকের নিচে হাদিয়া করে আরশে আজিমকে ধন্য করেছিলেন আদম থেকে সমস্ত নবী রাসুল যে দিন স্বাগতম জানিয়ে মুক্তাদি হয়ে নামাজ পড়েছিল। পুর্ণতা পেয়ছিল সৃষ্টিকুল সে দিনটি হল পবিত্র মি’রাজুন্নাবী সাঃ। প্রতি বছর ২৬ রজব দিবাগত এই সু’মহান রাতটিতে মুসলিমজাতি রহমত বরকত মাগফেরাতের আশায় রাতভর আল্লাহ ও তার রাসুলের মহব্বতে নফল ইবাদত বন্দেগীতে মশগুল থাকে। বাঙ্গালি ধর্মপ্রাণ মুসলমানরা এই দিনটিকে খুব গুরুত্ব সহকারে পালন করে থাকে। এরই দ্বারাবাহিকতায় এবারও ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফে পবিত্র মি’রাজুন্নাবী (সাঃ) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গতকাল রাতে ফান্দাউক দরবারের খানকা শরীফে ও মসজিদে বাদ মাগরিব থেকে সারারাত্র ব্যাপী তা’লিম তাওয়াজ্জুহ জিকির আজকার আম বয়ান নফল নামাজ ক্বোরআন তিলাওয়াত মিলাদ দোয়ার মাধ্যমে পালিত হয় মি’রাজুন্নাবী সাঃ। এলাকাবাসী ভক্ত মুরিদান দলে দলে আসতে থাকে দরবারে এবং আল্লাহর মহান দুই ওলীর মাজার জিয়ারত করে তাদের ওছিলায় আল্লাহরর দরবারে মাগফিরাত কামনা করেন। আলেমদের বায়ানের পর রাত প্রায় ২টার দিকে দরবারের বর্তমান পীর আলহাজ্ব মাওলানা মুফতী সৈয়দ ছালেহ আহমাদ মামুন সাহেব তা’লিম পুর্ববর্তী সংক্ষিপ্ত এক আলোচনায় বলেন আল্লাহ আমাদেরকে এমন এক রাত্রিতে আল্লাহ ইবাদতে মশগুল থাকার তাওফিক দান করেছেন যে রাত্রিতে আমার নুর নবী হযরত মোহাম্মদ সাঃ আল্লাহ দিদারে ধন্য করেছিলেন মোহাম্মদ সাঃ আল্লাহ তায়ালাকে দেখেছিলে চর্মচক্ষু দ্বারা। তাই আমার নবী হলেন ইমামুল আম্বিয়া’ই মুরছালিন খা’তামুন্নাবিয়্যীন আল্লাহর পরে যার স্থান যার মাক্বাম, যিনি নুরে মোজাচ্ছাম। আরশে আজিমে নিয়ে সৃষ্টির সবকিছুকে আমার নবীর জুতার নিচে সবকিছুকে হাদিয়া করে দিলেন। আল্লাহ তার আপন দোস্তের সম্মানে কালামে পাকে বাণী সুরা বাণী ইসরাইলে বলেছেন “আসরা” অর্থাৎ এর ব্যখ্যা হল আপনি আপনার নিজ একালাতেই ভ্রমন করতে এসেছেন। যেখানে সমস্ত নবী রাসুলগণের সীমানা ছিল সপ্ত আকাশ পর্যন্ত সেখনে আমার নবীকে আল্লাহ তার সাক্ষাত দিয়ে বলেন এটা আপনার নিজ এলাকা। এবং উপহার সরুপ আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন শ্রেষ্ঠ ইবাদাত ‘নামাজ’। পীর সাহেব বলেন মূল কথা হল মা’বুদিয়াতের জগতে আমার আল্লাহ যেমন লা’শারিক তেমনি ও’বুদিয়ের জগতে আমার নবীও হলেন লা’শারিক। তাই আল্লাহর সাথে মোহাম্মদ সাঃ শরিক করা যাবে না এবং মোহাম্মাদ সাঃ এর সাথে কারো তুলনা করে কুফরও করা যাবেনা। শিরক করা ছারা সকল পন্থায় নুর নবীকে সম্মান করতে হবে। আর আল্লাহ তায়ালা মুলত এই জন্য তার হাবিব মোহাম্মাদ সাঃ স্ব-শরিরে দিদার করিয়েছিলেন। পরে পীর পবিত্র মিলাদে মোস্তফা সাঃ আদায় করে মুসলিমজাতির জন্য বিশেষ মোনাজাত করেন। এসময় উপস্থিত ছিলেন দরবারের দ্বিতীয় সাহেবজাদা আলহাজ্ব মাওলানা মুফতী সৈয়দ মঈনুদ্দীন আল-হোসাইনী, পীরজাদা আলহাজ্ব মাওলানা সৈয়দ আবুবকর সিদ্দিক, পীরজাদা আলহাজ্ব মাওলানা সৈয়দ বাকের মোস্তফা, আলহাজ্ব মাওলানা আব্দুর রহমান, মাদরাসার প্রধান হাফেজ, হাফেজ ফয়েজ মোল্লা সানী এবং দরবারের শত শত ভক্ত মুরিদ ধর্মপ্রাণ মুসলমান।