আবু হেনা আজমিরীগঞ্জ থেকেঃ আজমিরীগঞ্জে কালনী কুশিয়ারা নদী দিয়ে ধান পারাপার করতে গিয়ে নৌকা থেকে পড়ে ভীম জালে আটকে কৃষক আবু মিয়া (৭০) মর্মান্তিক মৃত্যু হয়ে লাশ নিখোঁজ রয়েছে।
জানাযায়, আজমিরীগঞ্জ উপজেলায় কালনী কুশিয়ারা নদীতে কাকাইলছেও ইউনিয়নের আনন্দপুর গ্রামের মণমোহন দাসের পুত্র মনজু দাস,মস্তু মিয়ার পুত্র বাবুল মিয়া, দুধু মিয়ার পুত্র শরিফ মিয়া ভীম জাল দিয়ে মাছ আহরন করে।
বুধবার দুপুরে কাকাইলছেও ইউনিয়নের গোপালপুর গ্রামের কৃষক আবু মিয়া তার সন্তানকে নিয়ে নদীর ওপার থেকে ডিঙ্গি নৌকা দিয়ে ধান পারাপার করতে গিয়ে নদীর প্রবল ¯্রােতে নৌকা বেসামাল হয়ে নৌকা থেকে নদীতে পড়ে তাদের ভীম জালে আটকা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়। এসময় চতুর জেলের দল তাদেও ভীম জাল ধারালো চাকু দিয়ে জাল কেঠে দিলে কৃষক আবু মিয়া নদীর প্রবল ¯্রােতে হারিয়ে যায়। তার স্বজনসহ স্থানীয়রা বিভিন্ন পন্থায় নদীতে অনেক খোঁজাখোঁজি করেও তাপর লাশের কোন সন্ধান পাওয়া যায়নি।