এম এ আই সজিব ॥ নবীগঞ্জ উপজেলার মিলনগঞ্জ বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে দুই দল ব্যবসায়ীর মাঝে সংঘর্ষ হয়েছে। এতে ৫ জন আহত হয়। এ সময় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে দুই পাশে যান চলাচল বন্ধ থাকে।
জানা যায়, মঙ্গলবার বিকালে ওই বাজারের ব্যবসায়ী মইনুল ইসলাম ও ডাঃ মস্তুফা কামালের মাঝে তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আতংকে মানুষ দোকানপাট বন্ধ করে দিকবিদিক ছুটাছুটি করে। এতে ৫ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় উপজেলার চাঁনপুর গ্রামের আছকির মিয়ার পুত্র মাছ ব্যবসায়ী আব্দুল কদ্দুছকে আশংকাজনক অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।