সৌদিআরব প্রতিনিধি : জাসাস এর সাবেক সহ-সভাপতি ও বর্তমান উপদেষ্টা, চলচ্চিত্র অভিনেতা খলিল উল্লাহ খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব।
শোকবার্তায় আহমদ আলী মুকিব বলেন, মঞ্চ ও চলচ্চিত্র অঙ্গনে বলিষ্ঠ অভিনেতা খলিল এর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।
তিনি বলেন, দক্ষ ও গুণী এই অভিনয় শিল্পী তার অসাধারণ অভিনয়ের জন্য দেশের মানুষের মনে চিরজাগরক হয়ে থাকবেন। বহুমাত্রিক চরিত্রে অভিনয় দক্ষতার জন্য অন্যান্য শিল্পীদের চেয়ে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়।
সৌদিআরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব,মরহুম খলিল উল্লাহ খলিল এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যবর্গ, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, নিকটজন, ভক্ত, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান।