এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার রায়দর গ্রামে যৌতুকের কারণে দেবর ও স্বামীর হামলায় নুরবানু (২৫) নামের এক গৃহবধু ও তার পুত্র শিপন আহত হয়েছে। সোমবার বিকালে এ ঘটনা ঘটে।
আহত নুরবানু বড় বহুলা গ্রামের আব্দুল মজিদের কন্যা। আহত সুত্রে জানা যায়, ৭ বছর আগে রায়দর গ্রামের শুকুর মিয়ার পুত্র আব্দুল কাইয়ূমের সাথে নুরবানুর বিয়ে হয়। বিয়ের পর তাদের কোলজুড়ে একটি পুত্র সন্তান জন্ম গ্রহণ করে। প্রায়ই স্বামী, দেবর জালাল মিয়া ও আলা উদ্দিন তাকে যৌতুকের জন্য নির্যাতন চালায়। শত নির্যাতন সহ্য করে সে সংসার করতে থাকে।
ওই সময় যৌতুকের জন্য নুরবানু কে ঘরে আটকে রেখে কুপিয়ে রক্তাক্ত করা হয়। এতে নুরবানুর সন্তানও আহত হয়। লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর স্বামী আত্মগোপন করে।