চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটের বীর মুক্তিযোদ্ধা প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত এক শিক্ষক পেনশনের টাকা তুলতে ভুগান্তির শিকার হচ্ছেন।
জানা যায়, উপজেলার পীরেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছোবহান মুক্তিযোদ্ধা হিসেবে ২০১৩ সালে ৬০ বছর পূর্ণ হওয়ায় অবসরে যান। অবসরে যাওয়ার পর চুনারুঘাট শিক্ষা অফিস থেকে তার পি আর এল এর টাকা পয়সা হিসাব করে একাউন্স অফিসে পাঠানো হয়।
একাউন্স অফিস হতে পাস হয়ে শিক্ষা অফিসে আসে। চুনারুঘাট শিক্ষা অফিসার তার বেতন বিলে স্বাক্ষর করার সময় চুনারুঘাট শিক্ষা অফিসের কেরানি মোঃ নূরুল হক ওই শিক্ষকের বিরুদ্ধে একটি অভিযোগপত্র দেখান। ওই শিক্ষকের বিরুদ্ধে কে বা কাহারা অভিযোগ দিয়েছে তার কারণ জানা যায়নি। অভিযোগপত্রটি ২০১৪সালের অভিযোগপত্রে ওই শিক্ষকের মুক্তিবার্তা নাম্বার ভুল (ভুল নাম্বারটি-০৫০৩০৩০১৪) তার সঠিক নাম্বার (০৫০৩০৩০১৩৪)।
দীর্ঘ ৩বছর ধরে শিক্ষক আব্দুছ ছোবহান তার পেনশনের টাকা তুলতে শিক্ষা অফিসার এর অফিসে ধর্না দিচ্ছেন কিন্তু কাজ কিছুই হচ্ছে না। অবসরপ্রাপ্ত শিক্ষক মুক্তিযোদ্ধা আব্দুছ ছোবহান আক্ষেপ করে বলেন তার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের স্মারক নং- ৪৮.০০.০০০০.০০৩.১২.০০১ (অংশ-০২) ১২-৪৩৮,৭জন সচিব ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের সচিব স্বাক্ষরিত যাচাই বাচাই মুক্তিযোদ্ধা হিসেবে প্রত্যয়নপত্র জমা দেন উপজেলা শিক্ষা অফিসে।
তৎকালীন হবিগঞ্জ শিক্ষা অফিসের কেরানি ও বর্তমানে চুনারুঘাট শিক্ষা অফিসের কেরানি তাকে হবিগঞ্জ শিক্ষা অফিসে যাওয়ার জন্য খবর দেয় এবং তিনি সেখানে যান ওই কেরানি তার কাছে ১০হাজার টাকা ঘুষ দাবি করে। ঘুষ না দেয়াতে কেরানি মোঃ নূরুল হকের রোষানলের শিকার হচ্ছেন তিনি।
বর্তমানে শিক্ষক আব্দুছ ছোবহান বিভিন্ন জটিল রোগে ভুগছেন। পেনশনের টাকা না তুলতে পারায় চিকিৎসা ছাড়া মানবেতর জীবন যাপন করছেন।