এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার বগলাখাল গ্রামে যৌতুকের জন্য তাছলিমা আক্তার (২০) নামের এক গৃহবধুকে পিঠিয়ে আহত করেছে তার স্বামী। গত রবিবার রাত ৮টায় এ ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, তাছলিমার স্বামী ওই গ্রামের আব্দুল আলী যৌতুকের জন্য তাকে নির্যাতন করে আসছিল। গতকাল ওই সময় তার নিকট যৌতুক চায়। এতে সে অপরাগতা প্রকাশ করলে তাকে সে পিঠিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।