মোযযাম্মিল হক, বিশেষ প্রতিনিধি ॥ নাসিরনগরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার দুপুরে । উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকুড়া গ্রামের হাজী শাহেদ মিয়ার ছেলে নুরুদ্দিন (২২) নামে এক কৃষক। বাড়ির পাশে জমিতে ধান কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়।
অপরদিকে চাতলপাড় ইউনিয়নের ঘুজিয়াখাইল গ্রামের নুর হোসেনের ছেলে মোঃ রতন মিয়া(৩০) আয়নার গোপ মাঠে ধান কাটার সময় বজ্রপাতে মারা যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ ও চাতলপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আবদুল আহাদ জানান,জমিতে ধান কাটার সময় ওই দুই কৃষক বজ্রপাতে মারা যায়।