স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলা সদরের বাজার এলাকায় শেফা আক্তার নামের এক গৃহবধুকে পিঠিয়ে আহত করে সর্বস্ব নিয়ে গেছে প্রতিপক্ষের লোক।
এ ব্যাপারে ওই গৃহবধু হবিগঞ্জ কোর্টে মামলা দায়ের করে।মামলার বিবরণে জানা যায়, একই গ্রামের আব্দুর রশিদের পুত্র মর্তুজ আলী, আম্বর আলী, রওশন আলী, রজব আলী, ইউনুস আলী ও মামুন মিয়াসহ একদল লোক গত ২৬ এপ্রিল রাত ৯টায় শেফা ও তার স্বামী শফিক মিয়ার বাড়ি ঘরে হামলা ভাংচুর ও লুটপাট চালায়।
এ সময় তারা বাঁধা দিলে উল্লেখিতরাসহ কয়েকজন তাদের পিটিয়ে আহত করে লুটপাট করে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যপারে মামলা করলে আদালত মামলাটি চুনারুঘাট থানায় প্রেরণ করেন। এরপর থেকে মামলা তুলে নিতে আসামীরা প্রকাশ্যে হুমকি দিচ্ছে।