এম এ আই সজিব ॥ ৩০ এপ্রিল বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের শেষ সময় ছিল। আর এ নিববন্ধন করতে সারাদেশের ন্যায় হবিগঞ্জের সর্বত্র কাস্টমার সেন্টার, রিটেলার পয়েন্ট ও রাস্তার মধ্যে ছাতা টাঙিয়ে চলে সিম নিবন্ধনের কাজ। প্রায় প্রতিটি জায়গায় রয়েছে মোবাইল গ্রাহকদের দীর্ঘ লাইন। আর এ সুযোগে এক শ্রেণীর অসাধু রিটেইলার গ্রাহকদের কাছ থেকে ২০ টাকা করে হাতিয়ে নিচ্ছে। এ থেকে বাদ যাচ্ছে না সয়ং কাষ্টমার কেয়ারও। শনিবার টাকা দেয়া নেয়া নজির মার্কেটের কাষ্টমার কেয়ারে সংঘর্ষ হয়েছে। এতে ২ গ্রাহক আহত হয়েছে। এর মাঝে উজ্জল, সেলিম আহত হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরে অবস্থা বেগতিক দেখে কেয়ারের লোকজন দোকান বন্ধ করে সটকে পড়ে। এ সময় স্থানীয় বাসিন্দারা আধ ঘন্টা নজির মার্কেট সড়ক অবরোধ করে রাখে।
জানা যায়, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হবিগঞ্জ জেলার সর্বত্র এমন চিত্রই দেখা যায়। মোবাইল অপারেটরদের কাস্টমার সার্ভিস ও রিটেলার পয়েন্টেসহ সর্বত্রই ছিল গ্রাহকদের দীর্ঘ লাইন। এর মধ্যে শেষ দিন হওয়ায় অধিকসংখ্যক মানুষের রেজিষ্টেশনের চাপে সার্ভার ডাউনের জন্য ভোগান্তি পোহাতে হয় মোবাইল গ্রাহকদের।
এদিকে বিকালে প্রতিমন্ত্রী তারানা হালিম ঘোষণা দিয়েছেন মোবাইল সিম নিবন্ধনের পূর্বঘোষিত সময় গতকাল শেষ হয়েছে।
১ মে থেকে ৩ ঘণ্টার জন্য কিছু সিম বন্ধ থাকবে। যেসব নিবন্ধন হয়নি কিংবা নিবন্ধনের চেষ্টাও করা হয়নি সেসব সিম ৩ ঘণ্টার জন্য বন্ধ থাকবে। তবে জনগণের সুবিধার্থে সিম নিবন্ধনের সময় আগামী ৩০ মে রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে। ৩১ মে অনিবন্ধিত সব সিম বন্ধ হয়ে যাবে। এদিকে সীম নিববন্ধনের সময় বাড়ানো হলেও রাত ৯টা পর্যন্ত আতংক কাটেনি না গ্রাহকদের। সীম ৩ ঘন্টা বন্ধ হয়ে যাওয়ার আশংকায় সীম নিববন্ধনের চেষ্টা করে যাচ্ছেন।