এম এ আই সজিব ॥ আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুরে ভাসুরের নির্যাতনে অতিষ্ঠ হয়ে রেহানা আক্তার (৩২) নামের এক গৃহবধু বিষপান করে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের কাজল মিয়ার স্ত্রী।
প্রায় ১২ বছর আগে একই গ্রামের মোহাম্মদ আলীর কন্যা রেহানার সাথে হাসি মিয়ার পুত্র কাজলের বিয়ে হয়। বিয়ের পর তাদের কোলজুড়ে ৪ সন্তান জন্ম নেয়। গত বৃহস্পতিবার দুপুরে ভাসুর হাসু মিয়ার পুত্র ভাসুর শহীদ মিয়া তুচ্ছ ঘটনা নিয়ে রেহানাকে প্রায়ই মারধোর করতো। এতে অতিষ্ঠ হয়ে সে ঘরে থাকা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
এদিকে তার মৃত্যুর খবর শুনে শহীদ সটকে পড়ে। খবর পেয়ে কাকাইলছেও নৌ ফাড়ির ইনচার্জ আবুল কাসেমের নেতৃত্বে একদল পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে শুক্রবার দুপুরে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তিনি জানান, ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া এ মুর্হুতে কিছু বলা যাবে না। এ ঘটনায় সর্বত্র তোলপাড় চলছে।