এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার ভাটপাড়া গ্রামে বিয়ে বাড়িতে যৌন হয়রানির ঘটনাকে কেন্দ্র করে দু-দফায় সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ ১০ জন আহত হয়।
আহত সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ওই গ্রামের বায়জীদ মিয়ার কন্যা সামছুন্নাহারের সাথে সদর উপজেলার ধুলিয়াখাল এলাকার জনৈক ব্যক্তির বিয়ের দিন ছিল। বিয়ে বাড়িতে বিভিন্নস্থান থেকে মেহমান আসে। ওই সময় ওই গ্রামের জয়নালের পুত্র সাইফুল আগত এক মেহমান যুবতীকে যৌন হয়রানি করে।
এতে বিয়ে বাড়িতে বাকবিতণ্ডাসহ হাতাহাতি হয়। বিষয়টি ওই দিন সমাধান হয় এবং বিয়ে সমাপ্ত হয়। কিন্তু সাইফুল, শামীম ক্ষিপ্ত হয়ে উঠে। শুক্রবার সকালে সামছুন্নাহারের বিয়ের গেইট আগুন দেয়। এ নিয়ে বায়জীদ মিয়ার লোক ও আব্দুল কাইয়ুমের পুত্র শামীমের মাঝে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় শামীম, শাহ মামুন, সাইফুল ও রাজু আহমেদকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।