হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় পুলিশ সুপারের (এসপি) বাসভবনের ফটকের কাছে দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এঘটনায় দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
আহত একজন হলেন-আল-আমিন(২৫। অন্যজনের নাম পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবারের দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।
আহত আল-আমিন জেলার মাধবপুর উপজেলার সুন্দরপুর গ্রামের হাসান আলীর ছেলে। তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দুর্বৃত্তরা পুলিশ সুপারের বাসভবনের ফটক লক্ষ্য করে দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তখন ওই বাসার সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী দুইজন আহত হন।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার সাজ্জাদ ইবনে রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে অভিযান চলছে।