মোযযাম্মিল হক, বিশেষ প্রতিনিধি ॥ নাসিরনগরে এক আওয়ামীলীগের বিদ্রোহী পরাজিত চেয়ারম্যান প্রার্থীকে বাড়িতে কাপনের কাপড় পাঠিয়ে হুমকি প্রদান করার অভিযোগ উঠেছে।
ঘটনাটি গত বুধবার রাতে উপজেলার ফান্দাউক ইউনিয়নে জানে আলম ভুইয়া সায়েমের বাড়িতে ঘটেছে। পরিবারের লোকজন ও পুলিশ জানায়,কে বা কারা রাতে জানে আলম ভুইয়ার বাড়িতে কাপনের কাপড় রেখে যায়। আজ বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির ঘরের বারান্দার গেইটের ভিতরে কাপনের কাপড় দেখতে পায়।
তা দেখে পরিবারের লোকজন আতংকিত হয়ে পড়ে। সাথে সাথেই বিষয়টি উপজেলা নিবার্হী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জকে অবগত করা হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কাপনের কাপড় থানায় নিয়ে আসে। এঘটনায় পরিবারের লোকজন চরম আতংকে ভুগছে। ঘটনায় এলাকায় কৌতুলের সৃষ্টি হয়েছে। তা দেখার জন্য শত শত মানুষ ভীড় জমায়। নাসিরনগর থানার এ এস আই মোর্শেদ আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানায় এ বিষয়ে তদন্ত চলছে।
উল্লেখ্য,২৩ এপ্রিল অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়ন থেকে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে জানে আলম ভুইয়া আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়। নিবার্চনে বিএনপির প্রাথী এ কে এম কামরুজ্জামান মামুন বিজয়ী হন।