সাইফুল ইসলাম তালুকদার,চুনারুঘাট থেকেঃ চুনারুঘাট উপজেলায় গ্রীষ্মের শুরুতেই ব্যাপক লোডশেডিং শুরু হয়েছে। দিনের বেশির ভাগ সময়েই বিদ্যুৎ থাকছে না। বিদ্যুতের এই ভেলকি বাজিতে অতিরিক্ত গরমে জনজীবন অতিষ্ট হয়ে পরেছে। লোডশেডিংয়ে উপজেলার চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী, ব্যবসায়ী ও দোকানের মালিকসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে।সন্ধার পর ঘন ঘন লোডশেডিং এর ফলে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীরা চরম বিপাকে পড়েছে। বিশেষ করে সন্ধার পর বিদ্যুৎ না থাকায় উপজেলার পরীক্ষার্থীদের দুর্ভোগ আরো বেশি। অতিরিক্ত লোডশেডিংয়ের ফলে এইচএসসি পরীক্ষার্থীসহ সকল ছাত্র/ছাত্রীদের পড়ালেখার ব্যাঘাত ঘটছে ।