আবু হেনা আজমিরীগঞ্জ (হবিগঞ্জ)থেকে : হবিগঞ্জের আজমিরীগঞ্জে উপজেলা সদরের সোনালী ব্যাংক,আজমিরীগঞ্জ শাখার ক্যাশ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খানঁ (৩৫) পুকুরের পানিতে ডুবে মারা গেছেন। ২৮-০৪-২০১৬ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় আজমিরীগঞ্জ উপজেলা স্টাফ কোয়ার্টাও পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহীম টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার উয়ার্শি গ্রামের মৃত. আজমত আলী খানেঁর পুত্র।স্থানীয় সুত্রে জানাযায়, নিহত ইব্রাহীম, তার সহকর্মী জাহিদ ও হাফিজুর আজমিরীগঞ্জ উপজেলা স্টাফ কোয়ার্টার এলাকায় থাকেন। সকাল সাড়ে ৯ টায় স্টাফ কোয়ার্টার পুকুরে গোসল করতে যায়। ইব্রাহীম ও অপর দুই সহকর্মি দুই ডুবে পুকুরের অপর পাড়ে যাওয়ার বাজিঁ ধরে।
এ সময় নিহত ইব্রাহীম পানিতে ডুব দিয়ে মধ্য পুকুরে ভেসে উঠেন। দ্বিথীয় ডুবে তিনি পুকুরের অপর পাড়ে যাওয়ার কথা থাকলেও তিনি আর ভেসে উঠেননি। স্থানীয়রা ১০ মিনিট খোঁজাখুজির পর তাকে অজ্ঞান অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুর রহমান পিপিএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।