এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর থেকে মুরগি চুরির অভিযোগে ইকবাল মিয়া (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সে হবিগঞ্জ সদর উপজেলার যাত্রাবড়বাড়ি গ্রামের বাবুল মিয়ার পুত্র। বুধবার ওই এলাকার একটি বাসায় মুরগি চুরি করতে গেলে স্থানীয় লোকজন তাকে আটক করে উত্তম মধ্যম দেয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।