এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে এক্সরে করাতে এসে দালালদের খপ্পরে পড়ে ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। বুধবার সকালে দালালের হামলায় আমিনা বেগম (৩০) নামের এক রোগী আহত হয়েছে।
আহত সুত্রে জানা যায়, ওই সময় বুকে ব্যথা নিয়ে আমিনা বেগম হাসপাতালে আসেন। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক তাকে এক্সরে করানোর পরামর্শ দেন। আমিনা বেগম হাসপাতালের এক্সরে রোমে এক্সরে করাতে গেলে ওইখানে থাকা দালাল নয়ন মিয়া তার নিকট ২শ টাকা দাবি করে। এ সময় আমিনা সরকারি ফি ৬০ টাকার বেশি তিনি দিতে পারবেন না। এ নিয়ে দুইজনের মাঝে বাকবিত-া হয়। এই যদি সদও হাসপাতালে হয় তাহলে সাধারণ মানুয় ও দৌড় গ্রামানঞ্চলের গরীব মানুয় কোথায় যে।