এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার একটি অটো রাইস মিলে তাছলিমা আক্তার (২০) নামের এক গৃহবধু গলায় শহরের উমেদনগরে একটি অটো রাইস মিলে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। সে বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের বজলু মিয়ার স্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সম্প্রতি ওই গ্রামের মলাই মিয়ার পুত্র বজলু মিয়ার সাথে সদর উপজেলার এড়ালিয়া গ্রামের শুকুর আলীর কন্যা তাছলিমার বিয়ে হয়। বিয়ের পর তারা ওই রাইস মিলে শ্রমিকের কাজ নেয়।
প্রায়ই কাজকর্ম নিয়ে তাদের সাথে মিল মালিকের বাকবিত-াহত। একই কারণে তাছলিমাকে তার স্বামী মিল মালিকের কথায় গালমন্দ করে। এতে অতিষ্ঠ হয়ে তাছলিমা মিলের ভেতর একটি ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এ দিকে সাংবাদকমীরা ছবি তোলতে গেলে কতিপয় যুবক সাংবাদকমীরাদের বাঁধা প্রদান করে।