দেখতে দেখতে ছোটো ভাইটা আজ অনেক বড় হয়ে গেছে। আজ ১৫/০১/২০১৫ সাল ২২শে পা দিলো। ও ভাবছেন ছোটো ভাইটা আবার কে? এতো ভাবতে হবে না। আমার আদরের ছোট ভাই অপু। এখনও মনে আছে ওর জন্মদিনের কথা। মনে হয় এই তো সেইদিন জন্ম হল ওর।
সময় চলে যায়। মহাকালের স্রোতে গা ভাসিয়ে আমরাও এগিয়ে চলি সামনের দিকে। পিছনে পড়ে থাকে শুধু সৃতি। আজ আমি তোর থেকে প্রায় ৬০০০ কিলোমিটার দূরে তবুও সব সময় তোর জন্য অনেক ভালোবাসা আর শুভ কামনা।
দৈনিক শায়েস্তাগঞ্জ এর পক্ষ থেকে ও জন্মদিনের অনেক অনেক শুভকামনা অপুর জন্য।
জন্মদিনের অনেক অনেক শুভ কামনা ভাইয়া।
এস এইচ টিটু
(সৌদিআরব)