সানিউর রহমান তালুকদার, নবীগঞ্জ থেকে।। নবীগঞ্জ উপজেলার ফুলতলী বাজার মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় এক মহিলা আহত হয়েছেন।
প্রত্যাক্ষদর্শী‘রা জানান , মঙ্গলবার উপজেলার ফুলতলী বাজারে বিকেল ৪ ঘটিকায় অজ্ঞাত মহিলা রাস্তা পারাপারের সময় সিলেট থেকে ঢাকাগামী একটি দ্রুত যাত্রীবাহী বাস অজ্ঞাত মহিলা (৪০)কে চাপা দিলে ঘঠনাস্থলেই তিনি আহত হন।
স্থানীয়রা উদ্ধার করে তাকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মহাসড়কে ঘন্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ ছিল। এ রিপোর্টি লেখা পর্যন্ত অজ্ঞাত মহিলার পরিচয় অতবা আর কোন খুজ খবর পাওয়া যায়নি।