স্টাফ রির্পোটার : ভাটিবাংলার মূকুটহীন সম্রাট আজমিরীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হাফিজ উদ্দিন আফাই মিয়ার পুত্র মাহমুদুল হাসান রুবেল আহমেদকে তার কথিত প্রেমিকাসহ আটক করেছে বানিয়াচং থানা পুলিশ। সোমবার সকাল সাড়ে ৮ টায় বানিয়াচং সদরের মিনাট মহল্লা তার মামাতো বোন জামাতা ইটালী প্রবাসীর বাড়ি থেকে তাকে আটক করা হয়।
সুত্র জানায়,আটক মাহমুদুল হাসান রুবেল দীর্ঘদিন পূর্বে ঢাকাস্থ ধানমন্ডি এলাকার সাবেক সেনা সার্জেন্ট এর কন্যা রীতা হাসানের সাথে সম্পর্ক স্থাপন করে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় প্রায় উনিশ বছর আগে। সাংসারিক জীবনে তাদের সংসারে দুটি পুত্র সন্তান রয়েছে। তুচ্ছ বিষয় নিয়ে কিছুদিন পরপরই তারা দুইজনের মধ্যে ঝগড়া হতো।
রুবেল বিভিন্ন ধরনের মাদক খেয়ে প্রায়ই বাসাতে এসে স্ত্রী রীতাকে মারধর করতো। পরে রীতা তার দুই সন্তানকে নিয়ে আলাদা বাসাতে বসবাস করতে থাকে। এ অবস্থায় রুবেল মোবাইলের মাধ্যমে কয়েক মেয়ের সাথে পরকিয়া সম্পর্ক স্থাপন করে।
শেষমেষ রুবেল আজমিরীগঞ্জ ডিগ্রি কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষে পড়–য়া এক ছাত্রী শরীফ নগর গ্রামের বাসিন্দা মৃত. তালেব হোসেনের কন্যা লিজা আক্তারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। মোবাইল ফোনের মাধ্যমের যোগাযোগ করে প্রায় ই এই মেয়ে তার সাথে দেখা করতো। কয়েক মাস পূর্ব থেকে ওই মেয়েকে রুবেল তার আজমিরীগঞ্জ পৌর এলাকার শরীফ নগর বাসায় নিয়ে বিয়ের প্রলোভন দিয়ে তার সাথে অবৈধ শারিরীক সম্পর্ক স্থাপন করে বলে লিজা বানিয়াচুং থানার ওসির কাছে জানায়।
গত রবিবার কলেজ পড়–য়া কন্যা লিজাকে নিয়ে রুবেল বানিয়াচংয়ে মিনাট গ্রামে তার মামাতো বোন জামাতা ইটালী প্রবাসী সাগু মিয়া বাড়িতে নিয়ে গিয়ে তাকে বিয়ে করবে বলে এলাকার বিভিন্ন কাজী অফিসে গিয়ে ধর্না দেয়। এদিকে তার স্ত্রী রীতা রুবেলের খোঁজে ঢাকার ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এর পরিপ্রেক্ষিতে ধানমন্ডি থানা মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে রুবেলের অবস্থান বানিয়াচংয়ে নিশ্চিত করে।
পরে তার রীতা ঢাকা থেকে ভোর ৪ টায় সরাসরি বানিয়াচং থানায় চলে আসেন। সেখানে বানিয়াচং থানার এসআই মোবারক ও ফিরোজের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বানিয়াচং সদরের মিনাট মহল্লা ইটালি প্রবাসীর বাড়ি থেকে রুবেল ও তার কথিত প্রেমিকাকে আটক থানায় নিয়ে আসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত রুবেলের ও তার স্ত্রী রীতা ও কথিত প্রেমিকা লিজার মধ্যে আপোসরফা করে মুক্তি পায়। বিষয়টি বানিয়াচংসহ আজমিরীগঞ্জ উপজেলায় রসালো আলোচনার জন্ম দিয়েছে।