স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার সেলিমপুর গ্রামে স্বামীর ভাগাভাগি নিয়ে দুই সতীনের বিরোধের জের ধরে স্বামীসহ দুই সতীনকে আটক করেছে পুলিশ। পুলিশ সুত্র জানায়, ওই গ্রামের রিকশা চালক আব্দুল আলী তার প্রথম স্ত্রী নুরজাহান (৩০) কে রেখে চম্পা বানু (২৫) কে বিয়ে করে। বিয়ের পর থেকেই দুই সতীনের মাঝে প্রায়ই ঝগড়া হত। এলাকাবাসি প্রায়ই তাদের বিষয়টি সমাধান করতে গিয়ে সালিশ বৈঠক করেন। কিন্তু এতেও কোন সুরাহা না হওয়ায় এলাকাবাসি তাদেরকে সমাজচ্যুত করে।
গত রবিবার দিবাগত রাতে আব্দুল আলী প্রথম স্ত্রী নুরজাহানের নিকট রাত্রিযাপন করতে যায়। এ সময় দ্বিতীয় স্ত্রী চম্পা বেগম আব্দুল আলীকে তার সাথে রাত্রিযাপন করতে বায়না ধরে। কিন্তু আব্দুল আলী কারো কাছেই না গেলে দুই সতীনের মাঝে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা একে অপরের উপর হামলা চালায়।
স্থানীয় লোকজন তাদেরকে আটক করে হবিগঞ্জ সদর মডেল থানায় খবর দেয়। এসআই আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। পরে বিকালে তাদের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেয় পুলিশ। এ ঘটনায় সর্বত্র আলোচনার সৃষ্টি হয়েছে।