স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরের অদূরে এম্বুলেন্স ও ট্রাকের সংঘর্ষে পুলিশের এসআই আহত হয়েছেন। সোমবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সুত্রে জানা যায়, হবিগঞ্জ পুলিশ লাইন থেকে তিনি বিশেষ প্রয়োজনে মাধবপুর থানায় যাবার জন্য নুতন ব্রীজ থেকে ঢাকাগামী একটি এম্বুলেন্সযোগে এসআই মহরম আলী (৪০) মাধবপুর যাচ্ছিলেন। ওই স্থানে একটি ট্রাকের সাথে এম্বুলেন্সের সংঘর্ষ হয়। এতে এম্বুলেন্সটি দুমড়ে মুছড়ে যায়। এ সময় এসআই মহরম আলী গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, সহকারি পুলিশ সুপার মাসুদুর রহমান মনির ও সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিনসহ একদল পুলিশ হবিগঞ্জ সদর হাসপাতালে ছুটে যান। এদিকে দুর্ঘটনাকবলিত এম্বুলেন্সটি আটক করা হলেও ট্রাকসহ চালক পালিয়ে যায়।