এম এ আই সজিব ॥ হবিগঞ্জ আন্তজেলা ছিনতাইকারী চক্রের দুই মুলহোতাকে জনতার সহযোগিতায় আটক করেছে ডিবি ও সদর থানা পুলিশ। এ সময় ওই নিজামপুর এলাকার জননেতা তাজ উদ্দিন তাজসহ উপস্থিত জনতার সহযোগিতায় ওই দুই মূলহোতাকে আটক করে।
আটকরা হল ঃ শহরের যশেরআব্দা গ্রামের বাবুল সরকারের পুত্র দিপক সরকার (২৫) ওরফে সাজু মিয়া ও উমেদনগর মাইজহাটি গ্রামের আব্দুল মোতালিবের পুত্র আব্দাল মিয়া (৩০)। সোমবার দুপুরে সদর উপজেলার নিজামপুর এলাকায় একটি টমটম ছিনতাইয়ের চেষ্টাকালে ডিবি পুলিশের এসআই সুদিপ রায় এর নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়।
এ ব্যপারে ডিবি পুলিশে এস আই সুদ্বিপ রায় জানায়, তারা দীর্ঘদিন ধরে হবিগঞ্জ শহরসহ বিভিন্ন এলাকায় সিএনজি অটোরিকশা, টমটমসহ বিভিন্ন লোকদের কাছ থেকে টাকা পয়সা ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে প্রায় ১২/১৫ টি চুরি ডাকাতি ছিনতাইসহ একাধিক অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, তাদের রিমাণ্ডে আনা হবে। তারা পুলিশের হাতে আটকের পর মানুষের মাঝে স্বস্থি ফিরে এসেছে।