স্টাফ রিপোর্টার ॥ লাইসেন্স বিহীন সিএনজি লম্পট নারী লোভী চালক স্বপন মালিক সমিতি ও গ্রাম্য সালিশ অমান্য করার প্রতিবাদে মালিক সমিতির এক সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মালিক সমিতির সহ সভাপতি খায়রুল আলম, সদস্য পারভেজ কামাল, মনসুর আহমেদ, রুহেল আহমেদ, আওয়াল, টেনু মিয়া, শ্রমিক সমিতির নানু মিয়া, সোহেল, কাউছার প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা শালিস অমান্য করায় লম্পট নারী লোভী স্বপনের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব এনে বলেন, স্বপনের বিভিন্ন অপকর্মের কারণে সিএনজি মালিক-শ্রমিকদের সম্মান হানী ঘটছে। বক্তারা বলেন- স্বপন বিভিন্ন জনকে সিএনজি ক্রয় করে দেবার নাম করে ইতিপূর্বে টাকা হাতিয়ে নেয়। প্রায় দু’বছর পূর্বে স্বাক্ষর জাল করে এক সিএনজি শ্রমিক তহবিলের টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে আত্মসাত করে। এছাড়া বিভিন্ন স্থানে দুর্ঘটনায় মিমাংসার নামে মালিক শ্রমিক সমিতির নিকট থেকে অতিরিক্ত টাকা আদায় করে তা আত্মসাত করে।
সভায় স্বপনকে সিএনজি শ্রমিক ইউনিয়ন থেকে আজীবনের জন্য বহিস্কারের সিদ্ধান্ত দাবী জানানো হয়।
উল্লেখ্য, লম্পট নারী লোভী স্বপনের বিভিন্ন অপকর্মের বিষয় নিয়ে সিএনজি নেতা শাহাবুদ্দিনের সাথে স্বপনের বিরোধ দেখা দেয়।
এর জের ধরে স্বপন চালক সাহাবুদ্দিনকে হত্যার ও বিভিন্ন মামলায় জড়ানোর হুমকী দেয়। এ ঘটনায় সাহাবুদ্দিন সদর থানায় একটি জিডি এন্টি করেন। এই নিয়ে সারাজেলার সিএনজি শ্রমিকদেও মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেয়া দিয়েছে।