উত্তম কুমার পাল হিমেল,নবীগহ্জ(হবিগঞ্জ)থেকেঃ নবীগঞ্জ উপজলোর ১৩ টি ইউনিয়নের আসন্ন নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে উপজেলা নির্বাচন অফিস। গতকাল রবিবার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,মেম্বার ও সংরক্ষিত সদস্যরা উপজেলা নির্বাচন অফিসার মোঃসাঈম উদ্দিন,রিটvর্নিং অফিসার হিসেবে দায়িত্ব প্রাপ্ত উপজেলা মrস অফিসার রাশেদু্জ্জামান,উপজেলা কৃষি অফিসার মোঃদুলাল উদ্দিন,উপজেলা প্রকৌশলী অফিসার সৈয়দুর রহমান,উপজেলা পানি সসম্পদ কর্মকর্তা মোঃসামছুল ইসলামএর কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।তফসিল ঘোষনার পর থেকেই প্রার্থীরা কোমর বেধে মাঠে নেমেছেন। সকাল থেকে সন্ধা পর্যন্ত প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে শুনাচ্ছেন প্রতিশুতির বাণী।এবারই প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয়ভাবে হওয়ায় দলের অবহেলিত তৃণমূল নেতাকর্মিদের বেড়েছে কদর।দলিয় চেয়ারম্যান প্রার্থীরা তৃণমূলের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন।ইউনিয়ন গুলির প্রতিটি ঘরে ঘরে যেন ঈদের আনন্দ বিরাজ করছে। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়,আজ থেকে ইউননিয়নের চেয়ারম্যান,মেম্বার,সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ শুরু করেছেন |